ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ বৃটেনের ৫০ জন মুক্তিযুদ্ধের সংগঠকের নাম জানাবে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২১, ১২:২৫:০৭ অপরাহ্ন
লণ্ডন অফিস : প্রবাসী বাংলাদেশীদের আন্তর্জাতিক সংগঠন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ বিজয়ের ৫০ বছর উপলক্ষে ১৯৭১ সালে বৃটেনে মুক্তিযুদ্ধের ৫০ জন সংগঠকের নাম ঘোষণা করবে এবং ২০২২ সালের স্বাধীনতা দিবসে তাদের সম্মাননা প্রদান করবে। ঐ অনুষ্ঠানে আরও ৫০জন মুক্তিযুদ্ধের সংগঠকের নাম ঘোষণা করা হবে।
গত ৯ ও ১১ ডিসেম্বর শনিবার সংগঠনের ভারচুয়েল সভায় এ সিদ্ধান্ত হয়। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের কয়েকটি বৈঠকে যাচাই বাছাই করে ৫০ জন সংগঠকের তালিকা চুড়ান্ত করা হয়।
১১ ডিসেম্বরের সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. হাসনাত এম হোসেইন এমবিই। সংগঠনের ডিজি সাবেক ডেপুটি মেয়র আ ম ওহিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ বিষয়ে আলোচনায় অংশ নেন, সাব কমিটির কনভেনার সৈয়দ নাদির আজিজ দরাজ (নিউক্যাসল), মাহিদুর রহমান (কেন্ট), ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই (স্কটল্যাণ্ড), ডা: ওহিদুল আলম (রচডেল), কে এম আবুতাহের চৌধুরী (লণ্ডন), মাহতাব মিয়া (নিউক্যাসল), অধ্যাপক আব্দুল কাদের সালেহ ও সাংবাদিক শামছুল আলম লিটন (লণ্ডন), এম এ লতিফ জেপি (বার্মিংহাম), হাসান আলী (নিউইয়র্ক), শরাফত হোসেন বাবু (ওয়াশিংটন), হাসান মাহমুদ (কানাডা), মাহবুব আলী শাহ (মালয়েশিয়া ), ড. হুমায়ের চৌধুরী (সিডনি) প্রমুখ।
আগামী ১৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৫টায় সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দের এক ভারচুয়েল সভায় মুক্তিযুদ্ধের সংগঠকদের নাম ঘোষণা করা হবে ।