ফেঞ্চুগঞ্জে ইতালি প্রবাসি খায়ের আহমদের দাফন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২১, ৬:৩০:৫০ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জের মুমিনপুর গ্রামের ইতালি প্রবাসি খায়ের আহমদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১ টায় ইসলামপুর জামে মসজিদ ক্যাম্পাসের ঈদগাহে জানাজা নামাজ শেষে তাকে সমাহিত করা হয়।
খায়ের আহমেদ ৩ মেয়ে, ৩ ভাই, ৩ বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে গতকাল রোববার মধ্যরাতে আমেরিকা প্রবাসি খায়েরের ছোট ভাই লুৎফুর হোসেন আজাদ জুয়েল ইতালি থেকে খায়ের আহমদের মরদেহ নিয়ে বাড়িতে পৌঁছলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তখন এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। খায়ের আহমদকে এক নজর দেখার জন্যে বাড়িতে সমগ্র উপজেলার চৌদিক থেকে মানুষ আসতে থাকে।
প্রবাসি সজ্জন খায়ের আহমদের জানাজা নামাজে অংশগ্রহণ করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, মাইজগাঁও ইউপি চেয়ারম্যান সুফিয়ানুল করীম চৌধুরী, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাসিত, উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমেদ জিল্লু, জেলা বিএনপি নেতা আব্দুল আহাদ খান জামাল।
খায়ের আহমদ গত ১৯ নভেম্বর ইতালিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় ইন্তেকাল করেন। উল্লেখ্য, গত প্রায় ৩০ বছর ধরে খায়র আহমদ সপরিবারে ইতালিতে বসবাস করছিলেন। তিনি মোমিনপুর গ্রামের সফিক আহমদ সুয়াই মিয়ার ছেলে এবং উপজেলার সাবেক ছাত্রদল নেতা লুৎফুর হোসেন আজাদ জুয়েলের বড় ভাই।





