সিলেট চেম্বারের নতুন সভাপতি হলেন তাহমিন আহমদ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২১, ৯:০৪:৩৪ অপরাহ্ন
সিলেট অফিস : দিনভর নানা নাটকীয়তা ও জল্পনা কল্পনা শেষে ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন সিলেট চেম্বারের সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের তাহমিন আহমদ। আর সিনিয়র সহ-সভাপতি হিসেবে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের ফালাহ উদ্দিন আলী আহমদ ও সহ-সভাপতি হিসেবে একই প্যানেলের মো. আতিক হোসেন নির্বাচিত হয়েছেন।
রাত দশটার দিকে সেখানে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল। এই সময় ক্ষেপণ আর উত্তেজনাকর পরিস্থিতি তৈরির বিষয়টি সিলেট চেম্বারের ইতিহাসে প্রথম- এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। সিলেট চেম্বারের জেলরোডস্থ কার্যালয় ঘিরে ডজনখানেক পুলিশ অবস্থান নিতে দেখা গেছে।
নির্বাচন কমিশন বিজয়ী ঘোষণা করলে মেনে নেননি সিলেট ব্যবসায়ী পরিষদ প্যানেলের পরিচালকরা।
এ প্যানেলের সভাপতি প্রার্থী আব্দুর রহমান জামিল ও সহসভাপতি প্রার্থী হুমায়ুন আহমদের প্রার্থিতা বাতিলকে কেন্দ্র করে রাত ১১টার দিকে নির্বাচন প্রক্রিয়াকে ষড়যন্ত্রমূলক দাবি করে চেম্বার কার্যালয় ত্যাগ করে।
তাহমিন আহমদ সিলেট চেম্বারের সভাপতি নির্বাচিত হওয়ায় অনুপম নিউজ টোয়েন্টিফোরের সম্পাদক ও প্রকাশক মুহিব উদ্দিন চৌধুরী অভিনন্দন জানিয়েছেন। তিনি এক বার্তায় তাহমিন আহমদের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেছেন।