যুক্তরাজ্যে নিষিদ্ধ সিলেটের ১৯ শিক্ষার্থী, এজেন্সির জালিয়াতি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২১, ১১:৩৬:২৩ অপরাহ্ন
সিলেট ও লণ্ডন অফিস : সিলেট থেকে ছাত্র ভিসায় যুক্তরাজ্যে পাঠানোর নামে জালিয়াতির ঘটনায় ১৯ শিক্ষার্থীকে যুক্তরাজ্যে প্রবেশে ১০ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেইসাথে প্রত্যেক শিক্ষার্থীর ৩ হাজার পাউন্ড করে জরিমানা করেছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। নগরীর জিন্দাবাজার এলাকার ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ‘স্ট্রেলার কনসালটেন্ট’ নামের একটি ভিসা ফার্ম এ জালিয়াতি করে। প্রতিষ্ঠানটি ভিসা প্রসেসিংয়ে ভূয়া কাগজপত্র জমা দিয়েছিল বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ছাত্র ভিসায় যুক্তরাজ্যে যেতে সিলেটের ১৯ শিক্ষার্থী ‘স্ট্রেলার কনসালটেন্ট’ নামের ওই ভিসা ফার্মে টাকা ও কাগজপত্র জমা দেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির মাহবুব যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড (ইউডাব্লিউই)-এ ভর্তির জন্য আবেদন করেন। কাগজপত্রের সাথে আর.এম. গ্রুপের ‘জব সার্টিফিকেট’ও তৈরি করে জমা দেন তিনি।
এদিকে, পাসপোর্ট ও কাগজপত্র জমা দেওয়ার মাসখানেক পরে ইউকে হোম অফিস (ভিসা প্রদানকারী কর্তৃপক্ষ) থেকে শিক্ষার্থীদের কাছে ইমেইল পাঠানো হয়। সেখানে জানানো হয়, যে জব সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে, সেটি সম্পূর্ণ ভূয়া! এর ফলে এসব শিক্ষার্থীকে ১০ বছরের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার কবলে পড়া শিক্ষার্থীরা জানান, তারা নিজেরাই জব সার্টিফিটেক তৈরি করে জমা দিতে চেয়েছিলেন। কিন্তু মুনতাসির মাহবুব তাতে কর্ণপাত না করে নিজেই জব সার্টিফিকেট তৈরির দায়িত্ব নেন।
জালিয়াতির শিকার শিক্ষার্থীরা গত ৪ ডিসেম্বর মুনতাসির মাহবুব ও তার স্ত্রী ‘স্ট্রেলার কনসালটেন্ট’র চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস রাফাকে সিলেট নগরীর কোতোয়ালী থানায় সোপর্দ করলেও কৌশলে থানা থেকে বেরিয়ে যান মাহবুব ও তার স্ত্রী।