যুক্তরাজ্যে ৪ মাসে সর্বোচ্চ ৭৫ হাজার মৃত্যুর শঙ্কা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২১, ১২:০৯:২০ অপরাহ্ন
লণ্ডন অফিস : সুরক্ষার ব্যবস্থা না নিলে যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ওমিক্রনের প্রকোপ এতোটাই বাড়বে যে, আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ ২৫ হাজার থেকে ৭৫ হাজার মানুষের মৃত্যু ঘটতে পারে ইংল্যান্ডে। শনিবার (১১ ডিসেম্বর) এসব জানিয়েছে বিবিসি। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, দক্ষিণ আফ্রিকার চেয়েও দ্রুত গতিতে যুক্তরাজ্যে ওমিক্রন ছড়িয়ে পড়ছে। বিবিসি আরও জানিয়েছে, ওমিক্রনের বড় ঢেউ জানুয়ারিতে হতে পারে ব্রিটেনে।
প্রতিবেদনে বলা হয়, লণ্ডন স্কুল অব হাইজিন এবং ট্রপিক্যাল মেডিসিনের (এলএসএইচটিএম) গবেষকরা একটি মডেল দাঁড় করিয়েছেন। এতে সবচেয়ে খারাপ কী হতে পারে তার আভাস দেওয়া হয়েছে। তবে গবেষণার পেছনের বিশেষজ্ঞরা বলেছেন, মডেলিংয়ের চারপাশে এখনও অনিশ্চয়তা রয়েছে। তাছাড়া এই গবেষণা এখনো পিয়ার রিভিউড হয়নি।
আরও বলা হয়েছে, বিভিন্ন রিপোর্টে দেখা গেছে, প্রায় প্রতি আড়াই দিনে দেশটিতে ওমিক্রন রোগীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে। গবেষণাটির সঙ্গে যুক্ত ডা. নিক ডেভিস জানিয়েছেন, ওমিক্রন খুব দ্রুত ছড়াচ্ছে এবং এটা উদ্বেগজনক। বছরের শেষ নাগাদ এটা করোনার সবচেয়ে ‘ডমিন্যান্ট’ রূপ হতে পারে ইংল্যান্ডে।