আজ ১১ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ মুক্ত দিবস
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২১, ১০:১৯:২২ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : আজ ১১ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পাকিস্তানি হানাদার মুক্ত হয়। মহান মুক্তিযুদ্ধ চলাকালে ৪ মে পশ্চিমা হানাদার বাহিনী ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরে প্রবেশ করে। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে তারা ঘাটি গড়ে তোলে।
ঘাটিগুলোর মধ্যে সবচেয়ে বড় ঘাটি বা ক্যাম্প ছিল ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারস্থ কাইয়ার গুদামে। পাকবাহিনী দালালদের সহায়তায় মেতে ওঠে হত্যা নির্যাতনযজ্ঞে। হানাদার বাহিনীর হাতে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান বাচ্চু প্রথম শহীদ হন। অনেক খন্ড যুদ্ধের পর ১০ ডিসেম্বর হয় বড় ধরনের সম্মুখ যুদ্ধ। কুশিয়ারা নদীর উত্তর পাড়ে হানাদাররা অবস্থান নেয়। দক্ষিণ পাড় থেকে মুক্তি বাহিনী ও মিত্র বাহিনী রেল সেতুর উপর দিয়ে অগ্রসর হয়। মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর যৌথ লড়াইয়ে বিপর্যস্ত পাক হানাদাররা পরদিন ফেঞ্চুগঞ্জের মাটি ছেড়ে সিলেটের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়।



