অরাজকতা ঘটিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করছে : আইভী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২১, ১২:৫২:৩৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : নাসিক মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকাকে দাবিয়ে রেখে লাঙ্গলকে জিতানো হয়েছে। এর চেয়ে বড় কষ্ট নেই।
মেয়র আইভী এ সময় পরোক্ষভাবে নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির এমপি সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানকে উদ্দেশ্য করে বলেন, সভায় এমপি বাবু যখন তার উপজেলার চেয়ারম্যানদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখন বলছিলেন এরা নৌকায় পাশ করেছে। অথচ এখানে আওয়ামী লীগের সংসদ-সদস্য হয়েও তারা লাঙ্গলকে নারায়ণগঞ্জে পাশ করাচ্ছে। মধ্যরাতে নাটকীয়ভাবে লাঙ্গলকে পাশ করানো হয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাইয়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজারের এমপি নজরুল ইসলাম বাবু, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান প্রমুখ।
মেয়র আইভী বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দাঙ্গা হাঙ্গামার চেষ্টা চলছে। বিভিন্ন ধরনের প্রার্থী খোঁজা হচ্ছে। অনেককে চাপ দিচ্ছে প্রলোভন দেখাচ্ছে। প্রার্থী দিয়ে নির্বাচনে অরাজকতা ঘটিয়ে বানচালের চেষ্টা করছে। নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
প্রধানমন্ত্রী আমার হাতে নৌকা তুলে দেওয়ার পরেও এ নিয়ে ষড়যন্ত্র চলছে। আমি তাদেরকে বলব অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নৌকার জন্য কাজ করুন। বেশি বাড়াবাড়ি ভালো না। সম্প্রতি দেখেছেন প্রতিমন্ত্রীর অবস্থা কি হয়েছে। আমরা কারও এমন পরিণতি চাই না। তাদের বলব, মাননীয় প্রধানমন্ত্রীর কথা চিন্তা করে দেখুন। তার প্রার্থীর পক্ষে থাকবেন না নিজেদের অস্তিত্ব বজায় রাখার চিন্তা করবেন। সভায় মেয়র আইভী আরও বলেন, আমি সবসময় আপনাদের সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করেছি। নেত্রী আমাকে গতবার নৌকা দিয়েছে আপনারা সমর্থন দিয়েছিলেন, এবারও দিয়েছেন। আপনারা নেত্রীর কথা মেনে নিয়েই আমার জন্য কাজ করছেন। অর্থাৎ আপনারা নেত্রীর জন্যই কাজ করছেন। যারা এ সুযোগটা নিল না আমি মনে করি তারা দল ও নেত্রীর প্রতি আস্থা প্রকাশ করলেন না। আমাদের দল যাকে মনোনীত করবে আমরা তার পাশেই থাকব।