মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২১, ১২:৪৯:৩১ অপরাহ্ন
মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে প্রবাসী সংগঠন হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগান-এর নতুন কমিটি গঠনের লক্ষ্যে রোববার (৫ ডিসেম্বর) বিকেলে হ্যামট্রামিক সিটির অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার পর এসোসিয়েশনের ২০২২-২৩ সময়কালের জন্য ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি হয়েছেন শাহীন আহমেদ, জেনারেল সেক্রেটারি শেখ মো. তাজ উদ্দিন এবং ট্রেজারার মাহফুজুর রহমান শাহীন। এই তিনটি পদে গত ২১ নভেম্বর লটারি অনুষ্ঠিত হয়েছে বলে একজন উপদেষ্টা জানিয়েছেন।
পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান শেলু, মো. আব্দুস সোবহান, মিজান মিয়া জসিম। যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আযম, বিপ্লব চন্দ্র রায়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং সমাজ কল্যাণ সম্পাদক হয়েছেন রফিকুল ইসলাম।
এছাড়া হবিগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি পদ পেয়েছেন মঈন উদ্দিন চৌধুরী, লাখাই প্রতিনিধি আতাউর রহমান, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি আয়াত আলী, বানিয়াচং প্রতিনিধি আশরাফ হোসেন খান সুমন, আজমিরীগঞ্জ প্রতিনিধি নিপলু রহমান, চুনারুঘাট প্রতিনিধি ছায়েদুল হক, বাহুবল প্রতিনিধি সৈয়দ আব্দুল মোছদ।
এ ছাড়া এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ আলী রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যে রাখেন উপদেষ্টা আলী আকবর খান, কাপ্তান চৌধুরী, মো. ওয়াহিদুজ্জামান, মোস্তফা কামাল, নয়া কমিটির সভাপতি শাহীন আহমেদ, সেক্রেটারি শেখ তাজ উদ্দিন।



