ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে ভোটগ্রহণ কাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২১, ৭:৪০:৪১ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : কাল ৯ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের গোপন ব্যালটের মাধ্যমে নতুন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ২৭ নভেম্বর ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ইসকার সভাপতিত্বে সাধারণ সভার সিদ্ধান্তের আলোকে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা করবেন বর্তমান সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা।
নির্বাচনে কোন প্রার্থী থাকবে না। ভোটাররা ভোট দানের মাধ্যমে পছন্দের পদের ব্যক্তিকে নির্বাচিত করবে। নির্বাচনে ব্যলট পেপারের প্রথম অংশে ক্রমিক নম্বর সহ ভোটারদের নামের তালিকা থাকবে নীচের অংশে বিভিন্ন পদের নাম থাকবে পদের পাশে ফাঁকা বক্সে পছন্দের ক্রমিক নাম্বারে ক্রস চিহ্ন দিয়ে ভোট সম্পন্ন করে ব্যলট পেপার ভাঁজ করে ভোট দান সম্পন্ন করতে হবে। একই পদে একাধিক ব্যক্তিকে ভোট দান করা যাবে না ঐ ক্ষেত্রে ঐ ভোট বাতিল বলে গণ্য হবে।
সকাল ১১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ৭ টি সম্পাদকীয় এবং ৪ টি সদস্য পদ সহ ১১ টি পদে ১২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা জানান, নতুন পদ্ধতির এই নির্বাচন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের আভ্যন্তরীণ প্রীতি ও ভাতৃত্ববোধ জোরদার করবে। নবগঠিত কার্যকরী কমিটি প্রেসক্লাবের অগ্রযাত্রায় উল্লেখযোগ্য ভুমিকা রাখবে।
ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা হবে।