যুক্তরাষ্ট্রে আরও ১৭২২ জন মারা গেলেন, আরিজোনায় সবচেয়ে বেশি ১৭২
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২১, ৪:৫০:৪৫ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে আরও ১৭২২ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি আরিজোনায়, ১৭২ জন মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা হলো ৮ লক্ষ ১২ হাজার ২০৫ জন।
এ সময়ে নতুন আক্রান্ত হয়েছে ১ লাখ ৭ হাজার ৬৪২ জন। ফলে যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্ত দাঁড়ালো ৫ কোটি ২ লক্ষ ৭০ হাজার ১৩৬ জন।
বর্তমানে দেশটিতে কোভিড আক্রান্ত রয়েছেন ৯৭ লক্ষ ১৫ হাজার ৬৪ জন। যুক্তরাষ্ট্রে গতকাল পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭৬ কোটি ৬৩ লক্ষ ৯৩ হাজার ২৭৪ জনের শরীর। তথ্যসূত্র : ওয়ার্ল্ডোমিটার




