ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রেসক্লাবের শুভেচ্ছা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২১, ১:৫০:২৬ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বার্তায় কমিটির নব নির্বাচিত সকলকে শুভ কামনা জানিয়ে বনিক সমিতির কার্যক্রম আরো গতিশীল হওয়ার আশা ব্যক্ত করেন তারা।
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের বিবৃতিদাতারা হলেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা, সহ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন পাপ্পু, জুয়েল খান, বদরুল আমিন, হাসান চৌধুরী, শহীদ আহমেদ চৌধুরী, ফরিদ উদ্দীন, মোস্তাফিজুর রহমান কিনেল, রুমেল আহসান।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।