দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সভা ও বিজয়ের ৫০ বৎসর উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২১, ২:৫৩:১৮ অপরাহ্ন
লন্ডন অফিস: দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের এক সভা ৬ ডিসেম্বর সোমবার ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে ও শাহজাহান শিকদার এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গাজী বকুল মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মলবেলি ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাবেক চেয়ারম্যান কাউন্সিলর জাহাঙ্গীর হক। সভায় সংগঠনের আগামী সম্মেলন, সদস্য সংগ্রহ এবং আগামী দিনের কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনায় হয়।
আলোচনায় অংশ নেন, আব্দুল আহাদ, সৈয়দ মাহবুব আলম, আব্দুল মতিন, আব্দুল করিম, এম এ আলী, ইলিয়াছ আলী, জাহাঙ্গীর হোসেইন, এমদাদুল হক পাভেল, ছুরত আলী, শামীম আহমদ।
সভায় কেক কেটে বাংলাদেশের বিজয়ের ৫০বৎসর উদযাপন করা হয় এবং শেষে সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও আত্বীয়স্বজন সহ যারা মৃত্যু বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সভার কাজ সমাপ্ত করা হয়।