সিলেট ও চট্টগ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২১, ১২:২৮:০৪ অপরাহ্ন
সিলেট অফিস : উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ এখনো সক্রিয় অবস্থায় রয়েছে। গতকাল সকাল থেকেই সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ভরা শীত মৌসুমেও দেশের আবহাওয়া মেঘলা ও কোথাও কোথাও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। টানা দুই দিন পর বৃষ্টিপাতের প্রবণতা কম দেখা গেলেও সামগ্রিকভাবে আজও সারাদেশে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েক জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
এই প্রতিকূল আবহাওয়ায় দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত নৌকা ও মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আর সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।




