সিএম তোফায়েল সামি আর নেই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২১, ৮:০৪:১১ অপরাহ্ন
সিলেট অফিস : জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সিএম তোফায়েল সামি আর নেই। সোমবার বেলা ২টার দিকে রাজধানী ঢাকার স্পেশালাইজড হাসপাতালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে, ভাই-বোন, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
সিএম তোফায়েল সামির পারিবারিক ঘনিষ্ঠজন লেখক খায়রুন নাহার চৌধুরী লাভলি জানান, তিনি সোমবার সকালে রাজধানীতে একটি সেমিনারে যোগ দেন। সেখানে যাওয়ার পথে গাড়িতেই অসুস্থতাবোধ করেন। সেমিনারে শারীরিক অবস্থার অবনতি হলে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
সিএম তোফায়েল সামির গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। জমিদার পরিবারের সন্তান সাবেক এই বিশিষ্ট ব্যাংকার কয়েক দশক থেকে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করে আসছেন। অবসর জীবনে লেখালেখি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর ভাই সিএম শফি সামি ছিলেন সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা।
তাঁর জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে একটি আত্নস্মৃতি উৎস প্রকাশন থেকে প্রকাশের প্রস্তুতি চলছে। সি এম তোফায়েল সামী পান্ডুলিপির প্রায় শেষ পর্যায়ের সংযোজন-বিয়োজনের কাজ করছিলেন বলে জানিয়েছেন বইটির প্রকাশক গবেষক মোস্তফা সেলিম।
আগামীকাল বুধবার ৭ ডিসেম্বর ধানমন্ডি ঈদগাহ মসজিদে বাদ যোহর জানাযা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
সি এম তোফায়েল সামির মৃত্যুতে দেশে এবং লণ্ডনের বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রধান উপদেষ্টা আহমেদ উস-সামাদ চৌধুরী জেপি, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লু। এছাড়া অনুপম নিউজ টোয়েন্টিফোর পরিবারের পক্ষ থেকে গুণীজন সি এম তোফায়েল সামির মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। শোক বার্তায় বিশিষ্ট সংগঠক, সিলেট বিভাগের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে তার সুদূরপ্রসারী চিন্তা ও কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।