যুক্তরাজ্যে ৫০% হারে ছড়াচ্ছে ওমিক্রন, টিকা কার্যকর না হতে পারে : ব্রিটিশ ভ্যাকসিন আবিস্কারক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২১, ২:২৯:২১ অপরাহ্ন
প্রফেসর সারাহ গিলবার্ট, ব্রিটিশ ভ্যাকসিনোলজিস্ট
অনুপম প্রতিবেদক : প্রায় দুই বছর ধরে বিপর্যস্ত পুরো দুনিয়া ধীরে ধীরে উন্নতির দিকে যাওয়ার প্রেক্ষাপটে দেখা দিয়েছে ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। যা নিয়ে পুরো বিশ্বের মানুষ আতংকিত।
আবারও পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। অক্সফোর্ড-অস্ট্রাজেনেকা কোভিড টিকার অন্যতম আবিষ্কারক ব্রিটিশ বিজ্ঞানী সারাহ গিলবার্ট সতর্ক করেছেন- ওমিক্রনের বিরুদ্ধে টিকা কম কার্যকর হতে পারে। এটি সম্পর্কে বিস্তারিত না জানা পর্যন্ত জনগণকে সতর্ক থাকতে হবে। যুক্তরাজ্যে ইতোমধ্যে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়া শুরু হয়েছে। ব্রিটিশ বিশেষজ্ঞরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। আজ পর্যন্ত জানা গেছে, ৫০ শতাংশের বেশি দৈনিক আক্রান্ত হচ্ছেন ব্রিটেনে।
৪৪তম রিচার্ড ডিম্বলবাই বক্তৃতা প্রদানকালে সারাহ গিলবার্ট বলেছেন, মহামারি মোকাবিলায় প্রস্তুতির জন্য আরও তহবিল থাকা দরকার।
ব্রিটিশ এই বিজ্ঞানী বলেন, ‘এটাই শেষবার নয়, কোনো ভাইরাস আমাদের জীবন এবং জীবিকাকে হুমকির মুখে ফেলবে। সত্য হলো, পরবর্তী মহামারি আরও খারাপ হতে পারে। এটি আরও সংক্রামক বা মারাত্মক বা উভয়ই হতে পারে।’
তিনি বলেন, ‘আমরা এমন পরিস্থিতি হতে দিতে পারি না, যেখানে আমরা যা করেছি তার মধ্য দিয়েই আবার যাই। তারপরও দেখা যায় যে, আমরা বিশাল অর্থনৈতিক ক্ষতি সহ্য করেছি। যার কারণে পরবর্তী মহামারি মোকাবিলার প্রস্তুতির জন্য এখন পর্যাপ্ত কোনো তহবিল নেই।’



