ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২১, ৯:৪৭:১৩ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সিলেট জেলা ছাত্রলীগ। গতকাল সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ায় ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
সেই সঙ্গে ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ প্রত্যাশীদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নিকট সশরীরে উপস্থিত হয়ে জীবনবৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়।




