নীলফামারী জঙ্গি আস্তানা থেকে আটক ৫
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২১, ১২:০০:০৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : নীলফামারী সদরের মাঝপাড়া এলাকার জঙ্গি আস্তানা থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বোমা তৈরির সরাঞ্জম। ঘটনাস্থলে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি টিম কাজ করছে।
শনিবার সকালে র্যাব-১৩ এর পরিচালক রেজা আহমেদ জানান, মাঝাপাড়া পুটিহারি এলাকার ওই বাড়িটি আজ ভোররাত থেকেই ঘিরে রাখা হয়। সেখানে অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়েছে।