ওমিক্রন ভারতে, কর্ণাটকায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২১, ৭:৩৪:২১ অপরাহ্ন
সিলেট অফিস : ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত দুই রোগী শনাক্ত হয়েছে। দু’জনই দেশটির কর্ণাটকের বাসিন্দা। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) একথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, রোগী দুইজনের বয়স ৬৬ এবং ৪৬। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় রোগীদের বয়স প্রকাশ করলেও পরিচয় প্রকাশ করেনি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লাভ আগরওয়াল বলেছেন, এই দুজনের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের খুঁজে বের করে করোনা পরীক্ষা করা হচ্ছে।




