মাস্ক না পরলে লণ্ডনে যাত্রীদের ৬,৪০০ পাউণ্ড পর্যন্ত জরিমানা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২১, ৬:৩৮:৪৯ অপরাহ্ন
পাবলিক ট্রান্সপোর্টে লণ্ডন মেয়র সাদিক খান
লণ্ডন অফিস : লণ্ডনে পাবলিক ট্রান্সপোর্টে কোথাও যাত্রার পুরো সময় ধরে ফেস মাস্ক অবশ্যই পরতে হবে। কোভিড-১৯ এর নতুন ভেরিয়েন্ট ওমিক্রণ থেকে জনসাধারণকে রক্ষার জন্য সকল পাবলিক ট্রান্সপোর্টে ফেস মাস্ক বাধ্যতামূলক করেছে যুক্তরাজ্য সরকার মঙ্গলবার থেকে। স্টেশনের ভিতরে, ট্যাক্সিতে এবং ব্যক্তিগত গাড়িতে। নইলে যাত্রীদের ২০০-৬,৪০০ পাউণ্ড জরিমানা দিতে হবে বলে পরিবহন বিষয়ক সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জনসাধারণকে অবশ্যই পাবলিক ট্রান্সপোর্টে এবং ট্যাক্সি এবং ব্যক্তিগত ভাড়ার যানবাহনে মুখ নাক ঢেকে রাখতে হবে।
যদি কেউ তা না মানেন, তাহলে তাকে ভ্রমণ থেকে বঞ্চিত করা হতে পারে, অথবা ন্যূনতম ২০০ পাউণ্ড জরিমানা করা হবে। ১৪ দিনের ভিতর এ জরিমানা পরিশোধ করলে ১০০ পাউণ্ড দিতে হবে। পরে বার বার ধরা পড়লে প্রতিবার মুখ নাক ঢেকে না রাখায় দ্বিগুণ জরিমানা হবে এবং ৬,৪০০ পাউণ্ড পর্যন্ত সর্বোচ্চ জরিমানা করবে সরকারের দায়িত্বরত ব্যক্তিরা।
এতে বলা হয়েছে ব্যতিক্রম কেবল বয়স বা স্বাস্থ্যগত অসামর্থের কারণে মাস্ক পরিধানের ব্যাপারে ছাড় দেওয়া হতে পারে।
লণ্ডনের মেয়র সাদিক খান বলেছেন,‘‘যেসব যাত্রী মুখে মাক্স পরিধান করতে ব্যর্থ হবেন তাদের জরিমানা দিতে হবে। আমরা চাই সবাই সরকারি নিয়ম মেনে চলুন’’।
ট্রান্সপোর্ট এনফোর্সমেন্ট অফিসাররা গতকাল লন্ডনের স্ট্র্যাটফোর্ড, ক্যানিং টাউন এবং ভিক্টোরিয়া ফ্রেন্ড স্টেশনগুলোতে যাত্রীদের মাক্স পড়ার ব্যাপারে সতর্ক করেন। রাজধানীজুড়ে বাস, ট্রাম এবং ডিএলআর ট্রেনেও টহল জোরদার করেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।