এক বছর পর মেট্রোরেল চালু হবে ঢাকায়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২১, ৬:৩৮:৫২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : মেট্রোরেল চালু হতে আরও এক বছর লাগবে। ঠিক এক বছর পর আগামী বছরের ডিসেম্বরে ঢাকার বুকে ১০০ কিলোমিটার গতিতে চলবে মেট্রোরেল। পাল্টে যাবে রাজধানীর একাংশের চেহারা। ওই সময়ে দেশের প্রথম মেট্রোরেল চালু হবে উত্তরা তৃতীয় প্রকল্প থেকে আগারগাঁও পর্যন্ত। সেইসঙ্গে ইলেকট্রিক ট্রেনের যুগে প্রবেশ করবে বাংলাদেশ। আর তখনই উড়াল পথে চালু হওয়া মেট্রোরেলে চড়ার প্রথম স্বাদও পাবেন রাজধানী ঢাকার মানুষ। এমন পরিকল্পনা নিয়েই মেট্রোরেল লাইন-৬ এর একাংশের কাজ চলছে। ইতিমধ্যে এই অংশে উত্তরা তৃতীয় প্রকল্প থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল লাইনের উপর নিয়মিত ট্রেন চালানো হচ্ছে।
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ খুলে দিলেও ২০২৪ এর আগে শেষ হচ্ছে না আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের কাজ। দিনে ও রাতে সমানতালে কাজ চলছে এই অংশে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ে আগারগাঁও-মতিঝিল অংশের কাজ শেষ করতে সবরকম চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।