ইস্ট লণ্ডনে লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয়ে সভা ও মিষ্টি বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২১, ৮:১৫:০৪ অপরাহ্ন
লণ্ডন অফিস : লালাবাজার ইউনিয়নে (৬ নং) নবনির্বাচিত চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিনের বিজয়ে আনন্দ সভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। গত ৩০ নভেম্বর মঙ্গলবার ইস্ট লন্ডনে এই অনুষ্ঠান হয়। আলী আহসান খান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন এম এ আলী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী তহুর আলী।
এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক স্পীকার খালিছ উদ্দিন, মকসুদ রহমান, আব্দুল করিম, আলমাছ খান আজাদ,ফারুক আহমদ, কামরান আহমদ সিকন্দরী, শাহ ইমরান হোসেইন, এম ইলিয়াছ আলী, চন্দন মিয়া, এম এনামুল হক, ফয়সাল আহমেদ আলী, নাসির উদ্দিন, ছুরত আলী, আব্দুল কাদির, শামীম আহমদ, ওবায়দুর রহমান জুহেদ, আলাউদ্দিন, আব্দুল ছাত্তার,মাহবুব আহমদ,বদরুল হক শাহীন, মাছুম মিয়া,ছাদেক আলী, শাহান আহমদ, শামীম আহমদ, ছালেহ আহমদ প্রমূখ।