এ্যাসেক্স ক্লাবের প্রাক্তন ক্রিকেটার জাহিদ বর্ণবাদী দুর্ব্যবহারের শিকার হয়েছিলেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২১, ৭:২০:৪৬ অপরাহ্ন
জাহিদ আহমেদ
লণ্ডন অফিস : ব্রিটেনের এ্যাসেক্স ক্লাবের ক্রিকেট খেলোয়াড় জাহিদ আহমেদের অভিযোগ তিনি বর্ণবাদী দুর্ব্যবহারের শিকার হয়েছেন। তিনি তৃতীয় প্রাক্তন এসেক্স কাউন্টির খেলোয়াড় যিনি এ অভিযোগ করেছেন। বলেছেন তিনি ‘সব সময় একজন বাইরের লোক অনুভব করেছেন’।
তার অভিযোগ, একজন সিনিয়র কোচ উত্যক্ত করছিল। কিছু খেলোয়াড় এবং কোচিং স্টাফের কিছু সদস্য তার ইংরেজি বাকভঙ্গিকে উপহাস করছিলেন। ‘প্রতিদিন আমি তাদের মনোযোগ এড়াতে চেষ্টা করতাম’ ৩৫ বছর বয়সী এ খেলোয়াড় বলছিলেন। প্রাক্তন বোলার জাহিদ আহমেদ দ্য ক্রিকেটারকে বলেন , তিনি ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত যে ক্লাবের হয়ে খেলেছিলেন। সেখানে গিয়ে তিনি ‘ভয়’ পেয়েছিলেন।
প্রাক্তন এসেক্স খেলোয়াড় জোহেব শরীফ এবং মরিস চেম্বার্স-ও বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন ওই ক্লাবে। ইয়র্কশায়ারে বর্ণবাদী কেলেঙ্কারির পর ২ হাজার জনেরও বেশি মানুষ এখন ইন্ডিপেন্ডেন্ট কমিশন ফর ইক্যুইটি ইন ক্রিকেটের (ICEC) তদন্তের ব্যাপারে অভিযোগ করেছে।
ক্রিকেটার জাহিদ
বাংলাদেশি বংশোদ্ভুত জাহিদ বলেছেন, একজন কোচ তারে এশিয়ান স্টাইলের ইংরেজি বলা নিয়ে উপহাস করেছেন এবং সন্ত্রাসবাদ নিয়ে রসিকতা করেছেন। অন্য কিছু খেলোয়াড়ও তা করছিলেন। সিলেটের মা বাবার সন্তান তিনি বলেন, এসেক্সের পরিবেশ তার মুসলিম বিশ্বাসের প্রতি কোনো সম্মান দেখায় না। জাহিদ বলেন, “এটি সাদা মানুষের জগৎ যেখানে বাদামী লোকেরা ছিল বহিরাগত।” তিনি বলেন “আমি আমার ভয়েস পরিবর্তন করতে চেয়েছিলাম। আমি সত্যিই ফিট হতে চেয়েছিলাম।
এসেক্স এক বিবৃতিতে বলেছে যে তারা আহমেদের অভিযোগ শুনে ‘নিরাশ’ হয়েছে। প্রধান নির্বাহী জন স্টিফেনসন বলেছেন, “অভিযোগগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং তদন্ত করা হবে।” তিনি বলেন “আমি তাকে আমাদের পূর্ণ সমর্থন দেওয়ার জন্য তার কাছে গিয়েছি, এবং আশা করি তিনি আমাদের তদন্তের অংশ হতে উৎসাহিত এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
পিতা শেখ ফারুক আহমেদের সাথে ক্রিকেটার জাহিদ
ক্রিকেটার জাহিদ আহমদের পরিবার ইস্ট লন্ডনের ডেগেনহামে বসবাস করেন। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। জাহিদের বাবা ব্রিটেনের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবী শেখ ফারুক আহমদ সিলেটের সুপরিচিত হোটেল পলাশের স্বত্ত্বাধিকারী ও পলাশ সেবা ট্রাস্টের চেয়ারম্যান।