যুক্তরাজ্যে ওমিক্রন আক্রান্ত বাড়লো : নতুন বিধিনিষেধ, ৩০ নভেম্বর থেকে মাস্ক বাধ্যতামুলক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২১, ১:০৩:১২ অপরাহ্ন
লণ্ডন অফিস : ব্রিটেনে আরেকজনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। ৩ জন হলো মোট এ মারাত্মক ভ্যারিয়েন্ট আক্রান্ত। আবার বাধ্যতামূলক হচ্ছে ফেস মাস্ক পরা। দোকানপাট ও গণপরিবহনে চড়ার ক্ষেত্রে মাস্ক পরতে হবে। বড়দিনের অনুষ্ঠান সীমিত/সাধারণ করা হবে। ঘরে বসে কাজ করতে উৎসাহিত করা হবে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) থেকে কার্যকর হবে মাস্ক পরার সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট থেকে নিরাপদ থাকতে কোভিড রুলস আরও শক্তিশালী করা হচ্ছে। ওমিক্রন সন্দেহ হলে ১০ দিন ব্যক্তিগত আইসোলেশনে যেতে হবে টিকা নেওয়া থাকলেও।
দেশটির হেলথ সেক্রেটারি সাজিদ জাভিদ জানিয়েছেন, বিদেশিদের এদেশে ঢোকার ক্ষেত্রে যত দ্রুত সম্ভব পিসিআর টেস্ট দরকার পড়বে। তবে এজন্য যুক্তরাজ্যের চার রাজ্য একমত হতে হবে।
ব্রিটেনে দু’জনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর নতুন বিধি-নিষেধের ঘোষণা দেওয়া হয়। আজ ঘণ্টাখানেক আগে আরেকজন ওমিক্রন আক্রান্ত শনাক্ত হয়। দেশটির কর্মকর্তারা বলেছেন, ওমিক্রন আক্রান্ত আগের দু’জনের সঙ্গে দক্ষিণ আফ্রিকা ভ্রমণের সম্পর্ক আছে।