বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে ওমিক্রন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২১, ৯:১৪:৫৯ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করোনার ওমিক্রন নামের মারাত্মক ধরনটি। নেদারল্যাণ্ডের রটেরডেম থেকে রয়টার্স রিপোর্ট করেছে দেশটিতে ১৩ জন ওমিক্রন আক্রান্ত পাওয়া গেছে। এ ১৩ জন দুটি ফ্লাইটে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন শুক্রবার। এই ১৩ জন বের হয়েছে ৬০ জন থেকে, যাদের করোনা শনাক্ত হয়েছে।
নেদাল্যাণ্ডের স্বাস্থ্যমন্ত্রী হুগো ডি জঙে রটেরডেমে সংবাদ সম্মেলনে বলেছেন আজ ‘আরও ওমিক্রন আক্রান্ত আমাদের দেশে থাকা অসম্ভব না’।
ইতোমধ্যে ব্রিটেন, জার্মানি, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, হংকং, ইসরাইলে ওমিক্রন আক্রান্ত পাওয়া গেছে। নতুন ধরন ‘ওমিক্রন’ সংক্রমণ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর থেকে এ জরুরি অবস্থা কার্যকর হবে। বহাল থাকবে ১৫ জানুয়ারি পর্যন্ত। নিউইয়র্ক গভর্নরের আদেশে এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ওমিক্রনের বিস্তার নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকার দেশগুলিতে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ প্রবর্তনের তোড়জোড় শুরু করেছে।
দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বোৎসোয়ানা, লেসোথো এবং এসওয়াতিনিসহ দশটি দেশ যুক্তরাজ্যের ভ্রমণ লাল তালিকায় রয়েছে।