আবরার হত্যা মামলার রায়ের নতুন তারিখ ৮ ডিসেম্বর : আজ রায় হলোনা কারণ..
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২১, ১:৪৬:২০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বী হত্যা মামলার রায় পিছিয়ে আগামী ৮ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
রোববার দুপুর ১২টায় আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান নতুন এ তারিখ ঠিক করেন।
এদিন বেলা ১১ টা ৪০ মিনিটে আসামিদের এজলাসের ডকে (আসামি রাখার নির্ধারিত স্থান) রাখা হয়। এরপর ১২টা ৫ মিনিটে এজলাসে উঠেন বিচারক। এ সময় বিচারক রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, রায় প্রস্তুত না হওয়ায় আগামী ৮ ডিসেম্বর রায়ের পরবর্তী তারিখ নির্ধারণ করা হলো।
২০১৯ সালের ৫ অক্টোবর শেরেবাংলা হলের গেস্টরুমে আসামিরা সভা করে বুয়েটের ১৭তম ব্যাচের ছাত্র আবরারকে হত্যার সিদ্ধান্ত নেয়। পরদিন রাতে তাকে পিটিয়ে হত্যা করা হয়। আবরার নিহতের ঘটনায় তার বাবা মো. বরকত উল্লাহ বাদী হয়ে ২০১৯ সালের ৭ অক্টোবর রাজধানীর চকবাজার থানায় মামলাটি করেন। তদন্ত শেষে গত বছরের ১৩ নভেম্বর আদালতে মামলার চার্জশিট (অভিযোগপত্র) দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৫ জনকে অভিযুক্ত করে এ চার্জশিট দেওয়া হয়। এর মধ্যে ১১ আসামি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন। বাকি ১৪ জনকে বিভিন্নভাবে সম্পৃক্ততার কারণে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়।