বড়লেখায় নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালনে উপজেলা শাখার সপ্তাহব্যাপী কর্মসূচি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২১, ৯:৩৫:০০ অপরাহ্ন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ আগামী পহেলা ডিসেম্বর-২১ বুধবার জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা’র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় পৌর শহরের স্থানীয় হলরুমে নিসচা বড়লেখা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদের সঞ্চালনায় ও তাহমীদ রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা’র উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল।
এছাড়াও উপস্থিত ছিলেন পৃষ্টপোষক আতিকুর রহমান, সহ-সভাপতি মার্জানুল ইসলাম,সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন ও কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিনসহ প্রমুখ।
এসময় ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে নিসচা বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে সপ্তাহব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে যা রয়েছে, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা, ট্রাফিক ক্যাম্পেইন, শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন, এতিমখানার ছাত্রদের মাঝে কোরআন বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, জানাহারা কাঞ্চন স্মৃতি পদক প্রদান, ট্রাফিক পুলিশের সাথে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক মতবিনিময় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক ক্যাম্পেইন।