যুক্তরাজ্যে দুজনের শরীরে করোনার মারাত্মক ধরন ওমিক্রন শনাক্ত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২১, ১১:৩১:৩৭ অপরাহ্ন
লণ্ডন অফিস : , দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার মারাত্মক সংক্রামক ধরন ‘ওমিক্রন’ যুক্তরাজ্যে দুই ব্যক্তির দেহে সংক্রমিত হয়েছে, যুক্তরাজ্যের হেলথ সেক্রেটারি জানিয়েছেন এ তথ্য।
হেলথ সেক্রেটারি সাজিদ জাভিদ বলেছেন, ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এসেক্সের চেমসফোর্ড এবং নটিংহামে কেস দুটি শনাক্ত করেছে। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব হেল্থ অ্যাণ্ড সোশ্যাল কেয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানিয়েছে আজ।
নতুন এ মারাত্মক ধরনটি প্রথমে দক্ষিণ আফ্রিকা, বোৎসোয়ানা এবং পরে বেলজিয়াম, হংকং ও ইসরায়েলে শনাক্ত করা হয়েছে।
বুধবার দক্ষিণ আফ্রিকা নতুন ধরণ ‘ওমিক্রন’ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রথম রিপোর্ট করে।
মিঃ জাভিদ বলেন, যুক্তরাজ্যের যে দুটি কেস ধরা পড়েছে, তা দক্ষিণ আফ্রিকা ভ্রমণের সাথে যুক্ত ছিল।
ওমিক্রনের বিস্তারকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকার দেশগুলিতে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ প্রবর্তনের তোড়জোড় শুরু করেছে।
দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বোৎসোয়ানা, লেসোথো এবং এসওয়াতিনিসহ দশটি দেশ যুক্তরাজ্যের ভ্রমণ লাল তালিকায় রয়েছে।