যুক্তরাজ্যে করোনায় একদিনে মৃত্যু ১৩১ , আক্রান্ত ৩৯ হাজার ৫৬৭
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২১, ১১:২৭:৫৭ অপরাহ্ন
লণ্ডন অফিস : যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ১৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৭২৪ জনে।
একই সময়ে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৫৬৭ জন। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ কোটি ১ লাখ ১০ হাজার ৪০৮জন।
এ দিকে গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ১৬০ জনের। এবং আক্রান্তের সংখ্যা ছিল ৪৭ হাজার ২৪০ জন।
যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা প্রতিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৮৯ লক্ষ ৫ হাজার ৬৪৫ জন। এছাড়া দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট ৪ কোটি ৬২ লক্ষ ৭৮ হাজার ২৩০ জন।
উল্লেখ্য,২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।
