ওমিক্রন এসে তেলের দাম কমালো, শেয়ার মার্কেট ধ্বসালো
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২১, ৪:২৮:১৫ অপরাহ্ন
বাইডেনসহ বিশ্ব নেতারা এতদিন চেষ্টা করেও যা করতে পারেননি, সেটা করলো ওমিক্রন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : মাত্র দুদিনে করোনাভাইরাসের ওমিক্রন ধরন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমালো, শেয়ার ধসালো। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্ব নেতারা এতদিন চেষ্টা করেও যা করতে পারেননি, সেটা করলো ওমিক্রন।
দক্ষিন আফ্রিকায় শনাক্ত নতুন ধরন ওমিক্রনের কারণে প্রভাব পড়েছে তেলের বাজারে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৬ নভেম্বর) বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশেরও বেশি। মার্কিন তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর ১৩ শতাংশ কমে প্রতি ব্যারেল ৬৮ দশমিক ১৫ ডলারে নেমেছে। আর আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১২ শতাংশ কমে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৭২ দশমিক ৭২ ডলারে।
২০২০ সালের এপ্রিল মাসের এই প্রথম বিশ্ববাজারে তেলের দাম এতো কমলো।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বানে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ বেশ কয়েকটি রাষ্ট্র সম্মিলিতভাবে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) থেকে বিপুল পরিমাণ তেল বিশ্ব বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিলো। কিন্তু যে আশা করা হয়েছিল, তা পূরণ করতে পারেনি নেতারা। বিশ্ববাজারে এই পদক্ষেপের প্রভাব একেবারেই সামান্য ছিল। তবে করোনার নতুন ধরনের ছড়ানোর খবর সামনে আসতেই কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।
ওমিক্রনের ধাক্কায় যে শুধু তেলের বাজারে পড়েছে এমন না। দ্য গার্ডিয়ান জানায়, শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক করোনার নতুন ধরনের নাম ঘোষণার পরে ধস নেমেছে শেয়ারবাজারেও। যুক্তরাষ্ট্রের ডো জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজের সূচক কমেছে ২ দশমিক ৫ শতাংশ, যা ২০২০ সালের অক্টোবরের পর থেকে তাদের সবচেয়ে কম। ইউরোপীয় শেয়ার বাজারও গত দেড় বছরের মধ্যে সবচেয়ে অবনমনের শিকার হয়েছে।
সবচেয়ে বেশি শেয়ার কমেছে বিভিন্ন এয়ারলাইন্স ও ভ্রমণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। গড়ে এসব প্রতিষ্ঠানে শেয়ারদর কমেছে ১০ শতাংশের বেশি।
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনটির নাম দেওয়া হয়েছে ওমিক্রন। এটিকে উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, করোনার অন্য সংক্রামক ধরনগুলোর তুলনায় নতুন এই ধরনে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। শুক্রবার (২৬ নভেম্বর) সংস্থাটির উপদেষ্টা প্যানেলের এক জরুরি বৈঠকে এসব কথা বলা হয়।
গ্রিক বর্ণমালা অনুসারে নতুন ধরনটির নাম রাখা হয়েছে ওমিক্রন। এটিকে করোনাভাইরাসের ‘উদ্বেগের ধরন’ বলেও আখ্যা দিয়েছেন ডব্লিউএইচও’র বিশেষজ্ঞরা। প্রচলিত টিকা এর বিরুদ্ধে কতটা কার্যকর, এখন তা পরীক্ষা করা হচ্ছে।
দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ধরনটি প্রথম শনাক্ত হয়। এরপর বেলজিয়াম, বতসোয়ানা, ইসরায়েল এবং হংকংয়ে এর দেখা মিলেছে। নতুন ধরন শনাক্তের খবর ছড়ানোর পরপরই বৈশ্বিক কর্তৃপক্ষগুলো দ্রুত ব্যবস্থা নিতে শুরু করে।