মারাত্মক ওমিক্রন থেকে বাঁচতে আমেরিকা কানাডাসহ ইউরোপের দেশে দেশে ফ্লাইট ব্যান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২১, ১:৫০:৪১ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : সাউথ আফ্রিকায় পাওয়া নতুন মারাত্মক করোনা ধরন ওমিক্রন ইউরোপের বেলজিয়ামে ও ন্যাদারল্যাণ্ডে পাওয়া গেছে।
বিজ্ঞানীরা বলছেন এ পর্যন্ত পাওয়া সবচেয়ে মারাত্মক ধরন ওমিক্রন খুব দ্রুত ছড়ায় ও পৃথিবীর দেশে দেশে এখন যেসব টিকা ব্যবহার হচ্ছে, এসব টিকায় এ ধরনের করোনাভাইরাস মোকাবেলা সম্ভব না।
ব্রিটেন গতকালই দক্ষিণ আফ্রিকাসহ ছয় আফ্রিকান দেশের ফ্লাইট স্থগিত করেছে।
এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ছাড়াও বসতোয়ানা, ইসরায়েল ও হংকংয়ে করোনার নতুন এ ধরনটি শনাক্ত হয়েছে। বেলজিয়ামেও একজনের শরীরে ওমিক্রন-এর অস্তিত্ব পাওয়া গেছে।
এদিকে’ওমিক্রন শনাক্তের পর বিশ্বের বিভিন্ন দেশ নতুন করে ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে। আফ্রিকার দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশের ওপর ফ্লাইট চলাচলে জরুরিভিত্তিতে নিষেধাজ্ঞা এনেছে ইউরোপিয় ইউনিয়নের দেশগুলো। একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, কানাডাও।