বিআরটিসির ভাড়া অর্ধেক হলো, শিক্ষার্থীদের দাবির মুখে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২১, ১:৫৩:৫৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতেই সরকার সারাদেশের বিআরটিসি বাসের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ডিসেম্বরের ১তারিখ থেকে এই আদেশ কার্যকর হবে।’
শুক্রবার (২৬ নভেম্বর) তার বাসভবনে ব্রিফিংয়ের সময় তিনি এ সিদ্ধান্তের কথা জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবে। ভ্রমণকালে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ইস্যু করা ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে।’