ভূমিকম্প সিলেট ও রাজধানীসহ দেশের কয়েক স্থানে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২১, ৬:৪৫:০৪ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট ও রাজধানীসহ দেশের কয়েক স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫ টা ৪৮ মিনিটে।
চট্টগ্রাম শহরেও একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আতংকে মানুষ রাস্তায় নেমে আসে।
ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে মার্কিন সংস্থা ইউএসজিএস-এর ওয়েবসাইটে বলা হচ্ছে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়। এর উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এটির কেন্দ্রীয় কম্পনের সৃষ্টি হয়।
এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, বাগেরহাট ও কুড়িগ্রামে ভূকম্পন অনুভূত হয়েছে।