যুক্তরাজ্যের বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে মৌলভীবাজারে সংবর্ধনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২১, ৫:২৬:৩৮ অপরাহ্ন
জেসমিন মনসুর : যুক্তরাজ্যের বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের স্বদেশ আগমন উপলক্ষে মৌলভীবাজারে দৈনিক মৌমাছি কন্ঠ পরিবারের আয়োজনে সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়।
সোমবার (২২ নভেম্বর) আর এস কায়রান মিনি চায়নিজ রেস্টুরেন্টে সন্ধ্যা ৮টায় যুক্তরাজ্যের বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের বাংলা কাগজের নির্বাহী সম্পাদক, চ্যানেল এস ও যমুনা টিভির প্রতিনিধি রিয়াদ আহমদ, বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ইউকের প্রতিনিধি জয়নাল ইসলাম, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার ও আইঅন টিভির বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বাংলা কাগজ এর স্টাফ রিপোর্টার আহমেদ কবীর, বি অন টিভি ইউকের ডাইরেক্টর ও বাংলাদেশ প্রতিদিন বার্মিংহাম প্রতিনিধি মোহাম্মদ আবু হায়দার চৌধূরী সুইট ও বাংলা কাগজের ডাইরেক্টর মিসেস সুফিয়া আলমকে সম্মাননা স্মারক ও সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতেই বৃটেন থেকে টেলিকনফারেন্সে উপস্থিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সিনিয়র আইনজীবি ও সাংবাদিক কলামিষ্ট এডভোকেট মুজিবুর রহমান মুজিব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারী অর্নাস কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড.মোহাম্মদ ফজলুল আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট কামরুল আহমেদ চৌধূরী, বিশিষ্ট ব্যাংকার
ড. মো: আবু তাহের , বিশিষ্ট সাংবাদিক ডা: ছাদিক আহমদ, বাংলা ভিশন ও জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, দেশ টিভির প্রতিনিধি সালেহ এলাহী কুটি, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, বিশিষ্ট সমাজসেবক ডা: একে এম জিল্লুল হক, এডভোকেট আনোয়ার ইসলাম জাবেদ, মৌলভীবাজার প্রেস ক্লাবের সহ-সভাপতি অশোক কুমার দাশ ও মৌলভীবাজার প্রেস ক্লাবের সহ-সভাপতি নূরুল ইসলাম শেফুল, দৈনিক জেলা প্রতিনিধি নূরুল ইসলাম, সম্মিলিত সামাজিক পরিষদের সভাপতি এম খালেদ চৌধূরী ও শেখ বুরহান উদ্দিন সোসাইটির সভাপতি এম মুহিবুর রহমান মুহিব।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী ও দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার ফাইনেন্স ডাইরেক্টর ছাত্রনেতা মোহাম্মদ ফয়ছল মনসুর। এছাড়া ও উপস্থিত ছিলেন এডভোকেট হাবিবুর রহমান মুকুল, এডভোকেট পার্থ সারথী পাল, এডভোকেট তপন পাল তপু, এডভোকেট আলতাফুর রহমান সুমন, এডভোকেট নিখিল রঞ্জন দাশ ভিপি জিপি জজ কোর্ট মৌলভীবাজার, এডভোকেট ওলিউর রহমান, যমুনা টিভির জেলা প্রতিনিধি আফরোজ আহমদ, বিটিভির জেলা প্রতিনিধি হাসনাত কামাল. সৈয়দ তফজ্জুল হোসেন প্রমূখ।
অনুষ্ঠান সফল করতে বৃটেন থেকে আন্তরিক সহযোগিতা করেছেন দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, বৃটেনের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির আবুল, বৃটেনের কমিউনিটি লিডার মোস্তফা কামাল বাবলু, ও মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ মিয়া। সবাইকে শুরুতেই কৃতজ্ঞতা জানানো হয়েছে।