কার্যালয়ে ঢুকে গুলি করে কাউন্সিলর ও সহযোগীকে হত্যা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২১, ১০:৪৫:০০ অপরাহ্ন
কাউন্সিলর মো. সোহেল ও হরিপদ সাহা
অনুপম নিউজ ডেস্ক : কুমিল্লায় কার্যালয়ে ঢুকে সন্ত্রাসীরা গুলি করে সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে হত্যা করেছে। এ ঘটনায় আরও ৫জন গুলিবিদ্ধ হয়েছে।
সোমবার বিকেলে নগরীর পাথুরীয়াপাড়া পানুয়া খানকা শরীফ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত কাউন্সিলর সৈয়দ মো. সোহেল (৪৫) পাথুরীয়াপাড়া এলাকার সৈয়দ শাহজাহানের ছেলে। হরিপদ সাহা (৫৫) নগরীর ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং নবগ্রাম এলাকার বাসিন্দা। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল নিজ কার্যালয়ে বসে রাজনৈতিক কর্মীদের নিয়ে একটি বৈঠক করছিল। স্থানীয় ৭/৮জনের একদল সন্ত্রাসী কাউন্সিলরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে কাউন্সিলরের পেটে, বুকে এবং মাথায় আটটি এবং হরিপদ সাহা পেটে এবং বুকে দুটি গুলিবিদ্ধ হয়।
এ ছাড়া, গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. সোহেল চৌধুরী (৩৮), মো. বাদল (২৮), কাউন্সিলরের সহযোগী রিজু (২৩), জুয়েল (৪০) ও রাসেল (৩২) আহত হয়।
এ সময় আশপাশের লোকজন গুলিবিদ্ধদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল এবং হরিপদ সাহা মারা যান। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ঢাকা পাঠানো হয় ও অপর তিনজন কুমেকে চিকিৎসাধীন রয়েছে।
১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া বলেন, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন কাউন্সিলর সোহেল। এ নিয়ে মাদক ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট সোহেলের ওপর ক্ষুব্ধ ছিল বলে স্থানীয়রা জানায়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম বলেন, সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ দুজন নিহত হয়েছে। আমরা এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে অভিযান চালিয়ে যাচ্ছি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, এ হামলার ঘটনায় যারা জড়িত তাদেরকে অতি দ্রুতই গ্রেপ্তার করা হবে।




