সিলেট : ফেঞ্চুগঞ্জের তিন ইউনিয়নে বিএনপির কমিটি গঠন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২১, ৫:৪৪:৪২ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন কমিটি গঠনের পর ইউনিয়নের সবকটি ওয়ার্ডে সম্মেলন করে দ্রুত ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। গত ১৯ নভেম্বর এই কমিটিগুলো গঠন করা হয়।
৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন : ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এমরান উদ্দিনকে (চেয়ারম্যান) আহবায়ক করে এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন-জিয়াউল হক জিয়া, সানজিদ আলী, ছলছু মিয়া, বদরুল ইসলাম জাহাঙ্গীর, তানু মিয়া, সিরাজ উদ্দিন (মেম্বার), আব্দুল আজিজ কয়েছ, লাল মিয়া, লোকমান হোসেন, রানিক মিয়া, হোসেন মিয়া, সাদিকুজ্জামান উসমান, সিরাজ মিয়া (কুতুবপুর) ও ছয়দুল ইসলাম সুইট।
১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন : ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন জহিরুল ইসলাম তানিমকে আহবায়ক করে ইউনিয়ন বিএনপির ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন-কামাল আহমদ, তোফায়েল আহমদ লেবু, সানজির আলী, সৈয়দ মুজিবুর রহমান, জুবের আহমদ (মেম্বার), জায়ফর রহমান পারভেজ, তারেক আহমদ খান, দিনার আহমদ শাহ, জমির হোসেন, আতাউর রহমান জিতু, হোসাইন আহমদ রূপন, আরিফুল ইসলাম খয়রুল, রুম্মন আহমদ ও ফয়ছল আহমদ বাবলা।
২নং মাইজগাঁও ইউনিয়ন : ২নং মাইজগাঁও ইউনিয়নে রেদওয়ানুল করিম চৌধুরীকে আহবায়ক করে ইউনিয়ন বিএনপির ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন-সাইফুল ইসলাম ছোটন, মতিউর রহমান মুকুল, এহসান শাহেদ, জামাল আহমদ (উত্তরগাও), আল কাওসার হাবিব টিটু, জাকির আহমদ চৌধুরী, রেজাউর রহমান রাজু, মখলিছুর রহমান চৌধুরী, হানু মিয়া, সুফিয়ান আহমদ, আব্দুল বাতেন, আবুল বাশার, বদরুল ইসলাম খান ও জামাল আহমদ (পুরানবাজার)
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ বদরুজ্জামান। তিনি বলেন, দলীয় কার্যক্রম গতিশীল করার জন্য সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি, ১নং ফেঞ্চুগঞ্জ ইউপি ও ২নং মাইজগাঁও ইউপিতে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে ইউনিয়নের সবকটি ওয়ার্ডে সম্মেলন করে দ্রুত ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।



