সিলেট জেলায় গত একদিনে করোনায় নতুন আক্রান্ত-মৃত্যু নেই, মৌলভীবাজারে আক্রান্ত ১,
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২১, ৪:০৬:৩৮ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি কেউ গত ২৪ ঘণ্টায়। বিভাগের মৌলভীবাজার জেলায় ১ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। সিলেট জেলায় গত একদিনে করোনা আক্রান্ত ও মৃত্যু নেই।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ০.১৯ ভাগ।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে এমন তথ্য।রোববার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে সোমবার (২২ নভেম্বর) সকাল ৮টার মধ্যে সিলেটে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৪ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯ হাজার ২৯১ জন। এছাড়া করোনায় সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ১১৮০ জনের। এর মধ্যে ওসমানী মেডিক্যাল হাসপাতালে ১১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সিলেট জেলায় করোনায় মৃতের সংখ্যা ৮৬৮ জনের। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭৪ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১৪ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৯ হাজার ২৯১ জন।
তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে সিলেট জেলার কোন হাসপাতালে কোন রোগী ভর্তি নেই।




