মর্গের ফ্রিজারে নড়ে উঠলো যুবক মৃত ঘোষণার ৭ ঘণ্টা পর
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২১, ৯:১৪:১০ অপরাহ্ন
ফাইল ছবি
অনুপম নিউজ ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন সুরেশ কুমার। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মারা যাওয়ার লাশ হাসপাতাল মর্গের ফ্রিজারে রাখা হয়। ছয়-সাত ঘণ্টা পর ময়নাতদন্তের অনুমতির জন্য পরিবারের সদস্যদের ডাকা হয়। তাদের মধ্যে সুরেশের শ্যালিকা মধুবালা খেয়াল করেন দেহটি নড়ছে। তখনই তারা বিষয়টি চিকিৎসককে জানান। চিকিৎসকরা দ্রুত তাকে ওয়ার্ডে ভর্তি করেন। মধুবালা বলেন, ‘দেখেন দেখেন, উনি কিছু বলতে চাইছেন, তার শ্বাস-প্রশ্বাস আছে’।
সর্বভারতীয় সংবাদ মাধ্যম নিউইন্ডিয়ানএ্যাক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়- হাসপাতালে সুরেশের চিকিৎসা চলছে। এখনো তার জ্ঞান ফেরেনি। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার বিপদ কেটে গেছে। সুরেশের পরিবার ডাক্তারের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।




