‘এই সমুদ্রটারে এই গর্তে ঢুকাইতেছি চামচে নিয়ে’
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৩, ১০:০৬:১৩ অপরাহ্ন
‘এই সমুদ্রটারে
এই গর্তে ঢুকাইতেছি
চামচে নিয়ে’
বই পরিচয় : তলস্তয় ও সোফিয়ার সম্পর্কের সৌন্দর্য উদ্ধার ও অন্যান্য, প্রকাশক- অগ্রদূত অ্যান্ড কোম্পানি, ঢাকা
অনুপম সাহিত্য ডেস্ক : বইটি ২০২০ সালে প্রকাশিত। একটি ছোট গবেষণা আর কিছু প্রবন্ধ সংগ্রহ আছে এতে। এ বই ও আরেকটি বই গত বছর প্রকাশের পর লেখকের একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার প্রকাশ পেয়েছিল। তাতে লেখকের সামান্য আলাপ আছে এ নিয়ে। এখানে বইটি থেকে অংশ বিশেষ দেয়া হলো :
‘‘এরিস্টটলের সাথে হেরাক্লিটাসের সাক্ষাত দেখিয়ে একটা স্টোরি আছে, যে-স্টোরির সারমর্মে চমৎকার সত্য দেখায় ঠিক, কিন্তু দুইজনের জন্ম ব্যবধান বিস্তর। মানে, প্লেটো ও এরিস্টটলের অনেক আগে দুনিয়া খেয়ে গিয়েছিলেন হেরাক্লিটাস। খৃষ্টপূর্ব ৫৩৫ এ জন্ম হেরাক্লিটাসের। আর এরিস্টটল এসেছিলেন খৃষ্টপূর্ব ৩৮৪ সালে। হেরাক্লিটাস মারা যান খৃষ্টপূর্ব ৪৭৫ সালে। মানে এরিস্টটলের জন্মের ৯১ বছর আগে হেরাক্লিটাস ইন্তেকাল করেছিলেন ৬০ বছর বয়সে।
কিন্তু এরিস্টটল আর হেরাক্লিটাসের সমুদ্র সৈকতে সাক্ষাতের গল্পটি একটি মিথ্যা গল্প, ঐতিহাসিক সত্য না। (এই গল্প সদগুরু জগ্গি বাসুদেবও প্রচার করেছেন)। কারণ, এরিস্টটলের সময়ে অসাধারণ সাধক হেরাক্লিটাস জীবিত ছিলেন না।
এ গল্পটি হিউম্যান ইন্টেলেক্টের তুচ্ছতা দেখায় চমৎকারভাবে।
দেখায় বুদ্ধিজীবি/দার্শনিক এরিস্টটলের মুখে হাসি আসে না মাসের পর মাস বুদ্ধি চর্চার কারণে। কিন্তু যে-কারণকে তিনি বোকামী মনে করে হাসলেন, ওটা হাসির বিষয় ছিল না, ছিল অতুলনীয় ইন্টেলেক্টেরই — অসাধারণ আন্ডারস্ট্যান্ডিংয়ের — বিস্ময়কর বোধশক্তির।
সংক্ষেপে গল্পটি হল—
এরিস্টটল সমুদ্র সৈকতে হাঁটছিলেন আর ভাবছিলেন। এক পর্যায়ে দেখলেন এক লোক খুব সিরিয়াসলি চামচ নিয়ে সমুদ্রের পানি আনতে যায় আর চামচে পানি নিয়ে এসে সৈকতে একটা ছোট গর্তে ঢালে। লোকটার সিরিয়াসনেস দেখে, এরিস্টটল জিগ্যেস করেন—
‘এই যে কী করেন আপনি?’
লোকটির জবাব—
‘খুব গুরুত্বপূর্ণ কাজ করতেছি, আমারে ডিস্টার্ব দিয়েন না।’
আবার ভাল করে খেয়াল করে দেখলেন এরিস্টটল কী সেই গুরুত্বপূর্ণ কাজ। বুঝবার জন্যেই আবার জিগ্যেস করেন—
‘এইটা কী ধরণের গুরুত্বপূর্ণ কাজ একটু বলেন?’
লোকটি বললেন—
‘এই সমুদ্রটারে এই গর্তে ঢুকাইতেছি চামচে নিয়ে।’
এরিস্টটল দিলেন ঠা ঠা হাসি। আর মশকারি মারলেন তার উদ্দেশে—
‘তো এই চামচ দিয়ে কেন? একটা বালতি নেন কমপক্ষে। এইটা ত খুব হাস্যকর!’
লোকটি চামচ ছুঁড়ে ফেলে বললেন—
‘শেষ আমার কাজ।’
এরিস্টটল বললেন—
‘সমুদ্র রয়ে গেল তার জায়গায়, আপনি আপনার গর্তই ভরতে পারলেন না, কাজ ছেড়ে দিলেন! আপনি একটা ভাল টাইপের পাগল দেখতেছি।’
লোকটি বললেন—
‘আপনি আমার এই সমুদ্র গর্তে ভরার কাজটাকে হাস্যকর বুঝলেন, আপনি জানেন কি অস্তিত্ব কতো বিশাল ব্যাপার? বিলিয়ন বিলিয়ন মহাসমুদ্রের চাইতেও বিশাল। এই বিশালতাকে আপনি চিন্তা নামের চামচ দিয়ে আপনার মাথার ছোট গর্তে ভরবার চেষ্টা করতেছেন। ব্যাপারটা হাস্যকর না?’
এরিস্টটল স্তম্ভিত। কোনো কথা খুঁজে পাচ্ছেন না।
বলা হয়, এই লোকটি হলেন হেরাক্লিটাস, যার ইন্টেলেক্টের সামনে এরিস্টটলের ইন্টেলেক্ট থেমে গেল।
উল্লেখ্য, গর্ত আর সমুদ্র আর চামচ মিথ্যা। এরিস্টটল আর হেরাক্লিটাস চরিত্রও মিথ্যা। এসব মিথ্যা দিয়ে সত্য বিষয়ক একটা উপলব্ধি দেখানো হয়েছে।’’
(সারওয়ার চৌধুরী রচিত ‘তলস্তয় ও সোফিয়ার সম্পর্কের সৌন্দর্য উদ্ধার ও অন্যান্য’ বই থেকে)