জাফলংয়ে শুটিং, আহত নায়ক, নায়িকা সুস্থ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২১, ২:১২:২১ অপরাহ্ন
সিলেট অফিস : আহত হয়েছেন চিত্রনায়ক নিরব জাফলংয়ে শুটিং করতে গিয়ে। পরে দ্রুত স্থানীয় জয়ন্তিকা সরকারি স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে নিরবকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। বিশ্রামে আছেন তিনি। জাফলং থেকে খবরটি নিশ্চিত করেছেন নিরব।
সাইফ চন্দনের পরিচালনায় ‘কয়লা’ সিনেমার শুটিং করতে বর্তমানে জাফলংয়ে অবস্থান করছেন নিরব। তার সঙ্গে আছেন চিত্রনায়িকা বুবলীও।
সেখানকার একটি পদ্মবিলে বুধবার (১৭ নভেম্বর) রাত ১টা নাগাদ নৌকায় শুটিং চলাকালে নিরবের বাঁ পায়ের তালু কেটে জখম হয়।
নিরব বলেন, ‘একটি ডোবার মধ্যে শুটিং করতে গিয়েছিলাম আমি আর বুবলী। সেখানে অনেক জোঁক আর সাপ। এরমধ্যেই শুটিং করে যখন উপরে উঠে আসবো দেখি যে পায়ে বিশাল এক জোঁক। এমন জোঁক আমি কখনো দেখিনি। ভয় পেয়ে সেটা পা ঝাঁকিয়ে ফেলতে গিয়ে নৌকার বাঁশের ছাঁচে ঘষা দিই। সেখান থেকেই পা কেটে রক্তারক্তি অবস্থা।’
আপাতত বিশ্রামে আছেন জানিয়ে নিরব বলেন, ‘স্থানীয় একটি ক্লিনিকে বিশ্রাম নিয়েছি ৷ দুই একটা দিন রেস্ট নিয়ে আবার কাজ শুরু করবো।’




