রাজনগরে যুবককে কুপিয়ে হত্যা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২১, ১০:৫৫:০২ অপরাহ্ন
সংবাদদাতা : মৌলভীবাজার জেলার রাজনগরে জমি সংক্রান্ত বিরোধের কারণে আব্দুল মালিক (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৭ নভেম্বর) রাতে রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের নিজগাও গ্ৰামে এই ঘটনা ঘটে। সে উত্তরভাগ ইউনিয়নের উত্তরভাগ গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল মালিক (২৮)। এসময় তাকে রক্ষা করতে এসে আহত হয়েছেন চাঁদভাগ গ্রামের তাজুল ইসলাম। আহত তাজুল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


