যুক্তরাজ্যে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২০১, নতুন আক্রান্ত ৩৮,২৬৩
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২১, ১১:০৫:১০ অপরাহ্ন
অনুপম ডেস্ক: যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ২০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩৬০ জনে।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২৬৩ জন। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ৯৬ লাখ ৭৫ হাজার ৫৮।
মঙ্গলবার করোনায় দেশটিতে ২১৪ জনের মৃত্যু হয়েছিল। আক্রান্ত ছিল ৩৭ হাজার ২৪৩।
যুক্তরাজ্যে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৬৪ লাখ ৫ হাজার ৯৮১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৮৩৮ জন।