যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২১৪, নতুন আক্রান্ত ৩৭ হাজার ২৪৩
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২১, ১০:৪৫:১৬ অপরাহ্ন
অনুপম ডেস্ক: যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ২১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ১৫৯ জনে।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ২৪৩ জন। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ৯৬ লাখ ৩৬৯।
সোমবার করোনায় দেশটিতে ৬৩ জনের মৃত্যু হয়েছিল। আক্রান্ত ছিল ৩৬ হাজার ৫১৭।
যুক্তরাজ্যে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৬১ লাখ ৪ হাজার ৫৫০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৬০ লাখ ৪৫ হাজার ৯৬৪ জন।