সুনামগঞ্জে বিড়ালটিকে পেয়েছেন জার্মান নারী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২১, ৫:৩৩:৫৫ অপরাহ্ন
সিলেট অফিস : সেই হারিয়ে যাওয়া বিড়ালটিকে পেয়েছেন জার্মান নারী। সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হারিয়ে যাওয়া বিড়াল ‘লিও’কে খুঁজে পেয়েছেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান। সোমবার (১৫ নভেম্বর) রাতে তাহিরপুর উপজেলার রায়পাড়া থেকে রতন নামে এক যুবক সুকৌশলে লিওকে ধরে প্রশাসনকে জানান।
মঙ্গলবার সকালে জুলিয়া ওয়াসিমানের কাছে তার প্রিয় লিওকে হস্তান্তর করা হয়। পরে লিও’কে নিয়ে দেশের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
দেড় মাস আগে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন জুলিয়া ওয়াসিমান। এ সময় তার সঙ্গে থাকা প্রিয় বিড়াল লিও হারিয়ে যায়। তারপর থেকে লিওর খোঁজে তাহিরপুরে অবস্থান করছিলেন জুলিয়া। লিওর সন্ধান চেয়ে তিনি এলাকা জুড়ে মাইকিং করেন। পরে সোমবার রাতে তাহিরপুর থানা প্রশাসনের সহযোগিতায় উপজেলার সদর ইউনিয়নের রায়পাড়া থেকে রতন নামে এক যুবক ও ছাত্রলীগের কয়েকজন নেতা লিওকে সুকৌশলে ধরে রাখেন।
লিওকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেন জুলিয়া। পুলিশ প্রশাসন ও ছাত্রলীগ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিওকে নিয়ে মঙ্গলবার দেশের উদ্দেশ্যে রওনা করেন জার্মান এই নারী।