প্রেমের টানে বাংলাদেশে আসা ফিলিপাইনের নারী ইউপি সদস্য নির্বাচিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২১, ৮:০৪:১২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফিলিপাইন বংশোদ্ভূত জিন ক্যাটামিন পেট্রিয়াকা নামে এক নারী মহিলা সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি মাইক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে তিনি ৪ হাজার ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এলাকায় বিদেশি নারী বিজয়ী হওয়ায় লোকমুখে ব্যাপক আলোচনা চলছে। বিজয়ী হওয়ার পর তাকে দেখতে উৎসুক এলাকার মানুষ তার বাড়িতে ভিড় করছেন। তার মুখে ইংরেজিতে কথা শুনে অনেকে আনন্দ পাচ্ছেন।
স্নাতক ডিগ্রিধারী জিন ক্যাটামিন পেট্রিয়াকা সিঙ্গাপুরে চাকুরী সূত্রে পরিচয় হয় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অধিবাসী তরুণ জুলহাস উদ্দিনের সঙ্গে। দীর্ঘদিন প্রবাস জীবনে উভয়ের মধ্যে তৈরি হয় ভালোবাসার বন্ধন। একসাথে কাজ করার পর একসময় জিন চলে যান ফিলিপাইনে এবং জুলহাস চলে আসেন বাংলাদেশে। কিন্তু তাদের মধ্যে যোগাযোগ ছিল সব সময়।
২০১০ সালে জিন ক্যাটামিনকে বিয়ে করার জুলহাসকে ফিলিপাইনে আসতে বলেন এবং জুলহাস জিনের পরিবারের সম্মতিতে ইসলাম ধর্ম গ্রহণ করার পর প্রেমিকা জিনকে বিয়ে করেন। নতুন নাম রাখেন জেসমিন আক্তার। তাদের রয়েছে এক ছেলে ও এক মেয়ে।
১০ বছর আগে প্রেমের টানে নিজ দেশ, মা-বাবা ছেড়ে চলে আসেন বাংলাদেশে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিবাহ সূত্রে বর্তমানে তিনি বাংলাদেশের নাগরিক। বাংলা ভাষা পুরোপুরি না জানায় ইংরেজিতেও কথা বলেন। স্বামী জুলহাসের সাহায্যে বাংলা ভাষা পুরোপুরি শেখার চেষ্টা করছেন।
জুলহাস জানান, জেসমিন মানুষকে নানাভাবে উপকার করার চেষ্টা করেন। তার ভিতর নেতৃত্বের গুণ রয়েছে। তাই এলাকাবাসীর অনুরোধে মহিলা সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেসমিন বলেন, স্বামী জুলহাসের জন্য নিজের দেশ ও বাবা-মাকে ছেড়ে বাংলাদেশ ছুটে এসেছি। জুলহাসের পরিবার ও গ্রামের মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। এ দেশের মানুষের সেবা করার সুযোগ পেয়ে আমি আনন্দিত, এলাকার গরিব-দুঃখী মানুষের জন্য কিছু করতে চাই।




