টি২০ বিশ্বকাপ : কারা কত টাকা পেলেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২১, ১১:০৫:২৭ অপরাহ্ন
অনুপম স্পোর্টস ডেস্ক : এবার প্রথম নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। অসিদের মোট ৫৬ লাখ ডলার প্রাইজমানি দেওয়া হয়েছে এবারের বিশ্বকাপে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি ৮৯ লাখ টাকা। ট্রফির পাশাপাশি অস্ট্রেলিয়া পাচ্ছে ১৬ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৬৮ লাখ টাকা)
রানার্সআপ নিউজিল্যান্ড পাচ্ছে ৮ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৮৪ লাখ টাকা)। সেমিফাইনালে যাওয়া পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা পাচ্ছে ৪ লাখ ডলার করে, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা।
সুপার টুয়েলভে অংশ নেওয়া ১২ দলের প্রত্যেকেই পেয়েছে ৭০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯ লাখ ৮৬ হাজার টাকা)। প্রথম রাউন্ডে দলগুলোও প্রাইজমানি পেয়েছে। প্রতিটি দলই পেয়েছে ৪০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা)
এছাড়া প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভে প্রতিটি জয়ে দল পেয়েছে ৪০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা।)