সিলেট : ফেঞ্চুগঞ্জের নিজামপুর রাস্তা সংস্কার শুরু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২১, ৯:৫২:৪৩ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জে ফরিদপুর এনজিএফএফ ভায়া নিজামপুর সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। ১২৬০ মিটার দীর্ঘ এই প্রকল্পের কাজ গত ৮ নভেম্বর শুরু হয়।
এলজিইডির অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করছে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ। এতে ব্যয় হচ্ছে ৪০ লাখ ৯৭ হাজার টাকা। কাজের আদেশ প্রাপ্তির তারিখ থেকে ৩ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। সড়ক মেরামত প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মামুন আহমদ জানান, নিধারিত মেয়াদের মধেই কাজটি শেষ করার লক্ষ্যে কাজ চলছে।
শাহজালাল সারকারখানা, ২ নং মাইজগাও ইউনিয়ন, মাইজগাঁও রেল ষ্টেশন, নূরপুর, ফরিদপুর গ্রাম ও সিলেট-মৌলভীবাজার হাইওয়ের সাথে সংযোগ রক্ষার গুরুত্বপূর্ণ এই সড়কের কাজ শুরু হওয়ায় নিজামপুর গ্রামের বাসিন্দারা আনন্দিত। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ফরহাদ হোসেন চৌধুরী মানুষের দুর্ভোগ লাঘবে এ রাস্তা সংস্কার করায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।





