সিলেটের লেডি বাইকার রিয়া রায় এখনও…
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২১, ১:৫৯:৪৮ অপরাহ্ন

সিলেটের রাস্তায় রিয়া অনেকটা নিয়ন্ত্রণহীন চালাতেন মোটরসাইকেল। এ ছাড়া বিমানবন্দর সড়কে দিন-রাত যেকোনো সময় আসা-যাওয়া ছিল তার
বিশেষ সংবাদদাতা : মাদক মামলার এক সপ্তাহ হলেও গ্রেফতার করতে পারেনি পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত সিলেটের লেডি বাইকার রিয়াকে।
সিলেটের রাস্তায় রিয়া অনেকটা নিয়ন্ত্রণহীন চালাতেন মোটরসাইকেল। এ ছাড়া বিমানবন্দর সড়কে দিন-রাত যেকোনো সময় আসা-যাওয়া ছিল তার। সুন্দরী হওয়ায় উঠতি বয়সী তরুণ ছাড়াও অনেকের নজর কাড়েন রিয়া। সেই রিয়া এখন পলাতক। তার কাঁধে মাদকের মামলা। এক সপ্তাহ ধরে পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজলেও পাচ্ছে না। তবে রিয়ার বয়ফ্রেন্ড সামি মাদকের মামলায় গ্রেফতার হয়ে কারান্তরীণ রয়েছেন। রিয়ার মাদক জগতের ঘটনা জানাজানি হওয়ার পর তার কর্মকাণ্ড নিয়ে তোলপাড় চলছে। তাকে নিয়ে নানা জল্পনা হচ্ছে নগরীর কুমারপাড়া ঝরনারপাড় এলাকায়ও।
পুলিশের দেওয়া তথ্যমতে ও এজাহার অনুযায়ী, পুলিশের ধাওয়ায় বয়ফ্রেন্ড সামির সহযোগিতায় পালিয়ে যান লেডি বাইকার রিয়া। তার বয়ফ্রেন্ড কারান্তরীণ সামি নগরীর মিরাপাড়ার ১৪৯/বি নং বাসার শামসুল ইসলামের ছেলে আর রিয়া রায় নগরীর কুমারপাড়ার মন্দিরগলির ঝরনারপাড় ৬২/এ-এর বাসিন্দা রামু রায়ের মেয়ে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ষোলঘর এলাকায়। টিকটক ও ফেসবুকে প্রায়ই ভিডিওবার্তা দিয়ে তরুণী-যুবতীদের মোটরসাইকেল চালাতে উদ্ধুদ্ধ করতেন রিয়া।
গত সোমবার (৮ নভেম্বর) সিলেট এয়ারপোর্ট থানার এসআই গৌতম চন্দ্র দাশ বাদী হয়ে মাদক মামলায় রিয়া ও তার বয়ফ্রেন্ড আরমান সামীকে আসামি করেন। এ ঘটনায় ৭ নভেম্বর রাতে পুলিশ হাতেনাতে আরমান সামীকে মদ, ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও গাজাসহ গ্রেফতার করে।
এসময় তার ব্যবহৃত নীল রঙের গাড়িও (ঢাকা মেট্রো খ ১৪-০৫১২) জব্দ করা হয়। উক্ত ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান রিয়া রায়।
এখনও পুলিশের হাতে ধরা না পড়া রিয়ার মামলার অগ্রগতি সম্পর্কে এয়ারপোর্ট থানার ওসি মাইনুল জাকির মিডিয়াকে বলেন, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। তাকে গ্রেফতারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেকোন সময় পুলিশের হাতে ধরা পড়বে।




