৬ দিন পর আবারও হাসপাতালে খালেদা জিয়া
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২১, ১২:২২:৫০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) গুলশানের বাসভবন থেকে সন্ধ্যায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরে মেডিকেল বোর্ড তাকে হাসপাতালে রেখে চিকিৎসার পরামর্শ দেন।
এর আগে গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে জ্বরের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে ২৫ অক্টোবর তার একটি অস্ত্রোপচার করা হয়। এরপর করা হয় বায়োপসি। টানা প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ৭ নভেম্বর বিকেলে হাসপাতাল ছাড়েন খালেদা জিয়া। হাসপাতাল ছাড়ার ৬ দিন পর আবারো হাসপাতালে ভর্তি করা হলো বেগম জিয়াকে।
বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ইতিপূর্বে ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এরপর ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
বিএনপির পক্ষ থেকে তার করোনা মুক্তির খবর দেওয়া হয় ৯ মে। ৩ জুন চিকিৎসকদের পরামর্শে তাকে কেবিন ফিরিয়ে আনা হয়। এর ১৬ দিন পর ১৯ জুন বাসায় ফেরেন তিনি। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া ২০০৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। মহামারির কারণে গত বছরের ২৫ মার্চ শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয় সরকার। এ পর্যন্ত তিন দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। তবে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করলেও সরকার অনুমতি নাকচ করে দেয়।




