যুক্তরাজ্যে গত একদিনে মৃত্যু আরও ১৫৭, নতুন আক্রান্ত ৩৮,৩৫১ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২১, ১২:০৪:৪৫ অপরাহ্ন
অনুপম ডেস্ক: যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৮৩৫ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩৫১ জন। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ৯৫ লাখ ২৪ হাজার ৯৭১।
শুক্রবার করোনায় দেশটিতে ১৪৫ জনের মৃত্যু হয়েছিল। আক্রান্ত ছিল ৪০ হাজার ৩৭৫ ।
যুক্তরাজ্যে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৫ লাখ ২৫ হাজার ২৫৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৫৯ লাখ ৮৫ হাজার ৭৯৫ জন।