লণ্ডনে ঢাকা স্টক এ্যাক্সচেঞ্জ ও বিবিসিসিআই’র মতবিনিময় সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০২১, ৭:১৮:১২ অপরাহ্ন
লণ্ডন অফিস : সফররত ঢাকা স্টক এ্যাক্সচেঞ্জের সাথে ব্রিটিশ বাংলাদেশী চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ড্রাস্টির সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় গত ১০ নভেম্বর লণ্ডনের একটি অভিজাত হোটেলে।
বিশিষ্ট শিল্পপতি ইফতি ইসলামের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট বশির আহম্মেদ। বাংলাদেশ অর্থনীতির অগ্রগতিতে স্টক এ্যাক্সচেঞ্জ ব্যবসার সম্ভাবনা ও সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন ডিএসই ম্যানেজিং ডিরেক্টর তারেক আমীন ভূঁইয়া। ক্যাপিটাল মার্কেটে ব্যবসায়ীদের লাভজনক ব্যবসা এবং এই ব্যবসায় প্রবাসীদের বিনিয়োগে আগ্রহী করার জন্য প্রজেক্টরের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন।
এতে আয়োজকবৃন্দ উপস্থিত অতিথি এবং আগ্রহী বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আয়োজকরা বলেন,‘‘বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উপযুক্ত সময়। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে এবং যাবে। প্রশাসনিক জটিলতা অনেক কমেছে। এবং ব্যাংকের মাধ্যমে পাঠানো অর্থ বিনিয়োগ শতভাগ নিরাপদ। আপনি ব্যাংকের মাধ্যমে অর্থ বিনিয়োগ করে আবার যে কোন সময় আপনার অর্থ লাভসহ ফিরিয়ে আনতে পারবেন”।


